একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশায় লাজ ফার্মার ১২১তম শাখা উদ্বোধন করা হয়েছে। সোমবার পাংশা বাজারের বিসমিল্লাহ টাওয়ারের এই শাখার উদ্বোধন করা হয়। সেসময় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজনও করা হয়।

রাজবাড়ী জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সিরাজুল আলম চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আবু দারদা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন,লাজ ফার্মা'র পরিচালক সাকিব রহমান জয়, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন, পাংশা শিল্প ও বনিক সমিতির সভাপতি বাহারাম হোসেন সরদার, জামায়াত নেতা মাওলানা আব্দুল হালিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসলাম হোসেন সহ অন্যান্যরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,পাংশা থানার ওসি (তদন্ত) মোঃ আব্দুল গণি,পাংশা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার সরদার,লাজ ফার্মা পাংশা শাখার মালিক শহিদুল ইসলাম, বিসমিল্লাহ টাওয়ারের মালিক

আমিরুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

(একে/এএস/জুন ০২, ২০২৫)