নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হাজীর বাজার এলাকা থেকে ১৪ বস্তা ভরা ৩৮৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ সময় পিকআপ চালক পালিয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার সকালে অভিযান চালায় যৌথ বাহিনী।

সেনাবাহিনীর ভালুকা ক্যাম্প সূত্রে জানা গেছে, যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে পিকআপচালক দ্রুত পালানোর চেষ্টা করে। একপর্যায়ে হাজীর বাজার এলাকায় এসে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ডিভাইডারে ধাক্কা খেয়ে গাড়িটি উল্টে যায়। পরে তল্লাশি চালিয়ে পিকআপে থাকা ১৪ বস্তায় ভরা ৩৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। জব্দ করা গাড়িটি ভরাডোবা হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ভরাডোবা হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, ঈদকে সামনে রেখে মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষায় যৌথবাহিনীর নিয়মিত অভিযানের অংশ হিসেবেই মদ বোঝাই পিকআপটি জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মদ বিভিন্ন ব্র্যান্ডের এবং সবই অবৈধভাবে ভারত থেকে গোপনীয় ভাবে বাংলাদেশের অভ্যান্তরে ঢুকছিল।

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে। তিনি জানান ঈদকে সামনে রেখে ভরাডোবা হাইওয়ে থানার পুলিশ কঠোর নজরদারিতে রেখেছে, এলাকা সমুহ।

(এনআরকে/এসপি/জুন ০২, ২০২৫)