মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : ২০২৫ সালের শুরুতে জামশেদুর রহমান কিসলু চরজব্বর ডিগ্রি কলেজে অধ্যক্ষ পদে যোগদানের পর মরহুম অলি উদ্দিন আহমেদের দানকৃত জমিতে তারই প্রতিষ্ঠিত চরজব্বর ডিগ্রি কলেজটি আলোর মুখ দেখতে শুরু করেছে।

পড়া লেখার মানউন্নয়ন, ভবন, ক্লাস রুম সংস্কার অলি উদ্দিনের নামে অলি উদ্দিন অডিটোরিয়াম নির্মাণ, সুসজ্জিত ফুলের বাগান, অধ্যক্ষের রুম সংস্কার সহ সর্ব ক্ষেত্রে উন্নয়নের নজির স্থাপন করে চলেছেন চরজব্বর ডিগ্রি কলেজের বর্তমান অধ্যক্ষ জামশেদুর রহমান কিসলু।

যদিও একটি কুচক্রি মহল তার এসব কাজকে ভিন্নখাতে নিতে বিতর্কিত পোস্ট করছেন সোস্যাল মিডিয়ায় তবে তিনি এসবের তোয়াক্কা করেন না বলেও জানান।

তিনি বলেন, আমি দ্বায়ীত্ব নেবার পর আমি চাচ্ছি অতিতের সকল রেকর্ড ভেঙ্গে চরজব্বর ডিগ্রি কলেজকে একটি মডেল কলেজ হিসেবে তৈরী করা, যেখানে অডিটোরিয়াম, সুস্জ্জিত অধ্যক্ষের রুম, মসজিদ নির্মাণসহ সকল ক্ষেত্রে উন্নয়ন করা পাশাপাশি অলি উদ্দিনের পরিবারকে কমিটিতে রাখা এবং অলি উদ্দিন সাহেবের একটি সন্তানকে চাকুরির ব্যবস্থা করার চেষ্টাও চলমান আছে।

আমি বেঁচে না থাকলেও যেন আমার কর্মকান্ড সুবর্ণচরবাসীর কাছে ইতিহাস হয়ে থাকবে চরজব্বর কলেজকে নিয়ে আমার বৃহৎ পরিকল্পনা রয়েছে এরই মধ্যে দুইটি ভবনের জন্য প্রস্তাবনা দেয়া হয়েছে।

আমি চাই সুবর্ণচরে চরজব্বর ডিগ্রী কলেজ একটি মডেল কলেজে রুপান্তরিত করতে সেজন্য আমি দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। একটি মহল ইর্ষান্বিত হয়ে আমার কর্মকান্ডকে বিতর্ক করার চেষ্টা করছে। এসব নিয়ে আমি ভাবিনা আমি সবাইকে অনুরোধ করবো কলেজের উন্নয়নে সবাই এক হয়ে কাজ করি এতে কলেজের উন্নয়ন হবে সমাজের উন্নয়ন হবে।

কলেজের শিক্ষক শিক্ষিকা, ছাত্র-ছাত্রীরা বলেন, জামশেদুর রহমান কিসলু অধ্যক্ষের দ্বায়িত্ব নেয়ার পর কলেজের অবকাঠামো উন্নয়নে কাজ করছেন, পড়ালেখার মান উন্নয়নের বিষয়ে তিনি সর্বদা নজরদারী করছেন, তিনি সকলকে সাথে নিয়ে কলেজে এগিয়ে নিতে চান আমরাও তার সাথে আছি।

(এস/এসপি/জুন ০২, ২০২৫)