শ্যামনগরে চালের দোকান থেকে ৭৫ বস্তা সরকারি চাল জব্দ

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : খাদ্য বান্ধব কর্মসূচির ৭৫ বস্তা (প্রতি বস্তায় ৩০ কেজি) সরকারি চাল উদ্ধার করা হয়েছে। রবিবার (১ জুন) রাতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর বাজারের আল্লার দান চাউলের আড়ৎ থেকে সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত এ চাল জব্দ করেন।
এ সময় দোকান মালিক শাহীনুর রহমান বকুলকে ২০০ টাকা জরিমানা করা হয়।
পরে খাদ্য অধিদপ্তরের মনোগ্রামযুক্ত জব্দকৃত চাল স্থানীয় কয়েকটি মাদরাসা ও এতিম খানায় বিতরণ করা হয়।
ওই ব্যবসায়ী শাহিনুর রহমান বকুল পার্শ্ববর্তী কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের শোকর আলী গাজীর ছেলে।
শাহিনুর রহমান বকুল বলেন, তিনি শ্যামনগর উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের জয়নগর এলাকার ধান ব্যবসায়ী আবু মুসা ও জাহাঙ্গীর আলমের কাছ থেকে ৩০ কেজি ওজনের ৭৫ বস্তা সরকারি চাল (১২৫০ টাকা বস্তা দরে) ৯৩ হাজার ৭৫০ টাকায় কিনেছিলেন।
তবে, কাশিমাড়ি এলাকার ধান ব্যবসায়ী জাহাঙ্গীরের কাছে জানতে চাইলে তিনি তা অস্বীকার করে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত বলেন, নুরনগর বাজারের একটি চাউলের দোকানে খাদ্য বান্ধব কর্মসূচির সরকারি চাল মজুদ রয়েছে এমন সংবাদে অভিযানে যাই। সেখানে গিয়ে ৩০ কেজি ওজনের ৭৫ বস্তা সরকারি চাল জব্দ করি এবং যেহেতু আল্লার দান চাউলের দোকানের মালিকের ৭৫ বস্তা সরকারি বস্তা পরিবর্তন করা চাল জব্দ করা হয়েছে এজন্য বিশেষ বিবেচনায় তার জরিমানার ক্ষেত্রে বিশেষ বিবেচনায় লঘু করে শাহিনুর রহমান বকুলকে দন্ডবিধির ১৮৬০ এর ধারা ১৮৮ মোতাবেক দুইশত টাকা জরিমানা করে তা আদায় করা হয়।
(আরকে/এএস/জুন ০২, ২০২৫)