ঝিনাইদহ প্রতিনিধি : শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে ঝিনাইদহের শৈলকুপায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার গাড়াগঞ্জ বাসস্ট্যান্ডে উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ অনুষ্ঠানের আয়োজন করে। 

ঝিনাইদহ জেলা বিএনপির উপদেষ্টা ও জেলা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু।

বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির উপদেষ্টা মনিরুল ইসলাম হিটু,পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আনিছুর রহমান, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হোসেন, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুল করিম খান, ইবি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সিনিয়র যুগ্ম আহবায়ক মুকুল পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফয়েজ আহমেদ মুন্না সহ জেলা,উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

(এসই/এএস/জুন ০২, ২০২৫)