অপহৃত কৃষক নূরুল ইসলাম তিন মাসেও উদ্ধার হয়নি, সন্ধানে ডুবুরি দল নেমেছে মাঠে

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া : কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ী ইউনিয়নের আমতলা গ্রামের কৃষক নূরুল ইসলাম অপহরণের পর তিন মাসেও তাকে উদ্ধার বা সন্ধান করতে পারেনি পুলিশ। ২ জুন সোমবার ময়মনসিংহ থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল নূরুল ইসলামের অনুসন্ধানে মাঠে নেমেছে। তারা আমতলা গ্রামের হাওরে আমিনুল ইসলামের ফিসারিতে নূরুল ইসলামের লাশ থাকতে পারে এ সন্ধানে তল্লাশি চালিয়েছে। তবে কোন সন্ধান মেলেনি।
জানা যায়, চলতি বছরের গত ১৭ মার্চ কৃষক নূরুল ইসলামকে অপহরণ করে একই গ্রামের প্রতিপক্ষের লোকজন। এ ব্যাপারে এজাহারে ৮ জনের নাম উল্লেখ করে কেন্দুয়া থানায় একটি মামলা দায়ের করেন নূরুল ইসলামের স্ত্রী ডেইজি আক্তার। ওই মামলায় আমতলা গ্রামের রফিকুল ইসলাম নামের এক আইনজীবিকেও আসামী করা হয়েছে। মামলা দায়েরের পর ৩ মাস হলেও নূরুল ইসলাম উদ্ধার বা তার সন্ধান না পাওয়ায় পরিবারের সদস্যরা আতংক উৎকন্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন।
নূরুল ইসলামের স্ত্রী ডেইজি আক্তার অভিযোগ করে বলেন, প্রতিপক্ষের লোকজন পূর্ব শত্রæতার জের ধরে তার স্বামী নূরুল ইসলামকে পরিকল্পিত ভাবে অপহরণের পর হত্যা করে লাশ গুম করে ফেলে।
মামলার তদন্ত কর্মকর্তা কেন্দুয়া থানা পেমুই তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) শফিউল আলম জানান, ইতিমধ্যে ওই মামলার এজাহার ভুক্ত আসামী রবিকুল ও সাইদুলকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছিল। তবে আদালত তাদেরকে জামিনে মুক্তি দিয়েছেন।
এদিকে হাফিজুল ইসলাম নামের এক আসামী গত পরশু স্বেচ্ছায় আদালতে হাজিরা দিতে গেলে আদালতের বিচারক তার জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। কেন্দুয়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) ওমর কাইউম জানান, আদালতে হাফিজুলকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হয়। এতে আদালত তার দু’দিনের রিমান্ড মুঞ্জুর করেছেন।
মঙ্গলবার বেলা ৩টা পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদের সময় থাকলেও ইতিমধ্যে প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাফিজুল পুলিশকে জানায় অপহৃত কৃষক নূরুল ইসলামকে হত্যা করা হয়েছে। তার দেওয়া তথ্য মতে সোমবার আমিনুলের ফিসারিতে ময়মনসিংহ থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল এসে সোমবার দুপুর থেকে কয়েক ঘন্টা অভিযান চালায়। তবে নূরুল ইসলামের কোন সন্ধান পাইনি।
পরিদর্শক (তদন্ত) ওমর কাইউম আরও জানান, নূরুল ইসলামের সন্ধান কিংবা উদ্ধারের ঘটনায় পুলিশের পক্ষ থেকে সব রকম পদক্ষেপ নেওয়া হয়েছে। আশা করছি একটি ভালো ফলাফল পাবো।
(এসবিএস/এএস/জুন ০২, ২০২৫)