রিপন মারমা, রাঙ্গামাটি : পাহাড় ধসের ঝুঁকিতে রয়েছে রাঙ্গামাটি কাপ্তাইয়ের ৪নং কাপ্তাই ইউনিয়ন এর লগগেইট এবং ঢাকাইয়া কলোনির ৫শত পরিবার। ভারী বর্ষণ হলে যেকোন মূহুর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধিরা। প্রতিবছর বর্ষা মৌসুম আসলে অতি বর্ষণের ফলে মাটি পড়ে হতাহতের ঘটনা ঘটে এই এলাকায়। ফলে এই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেই জন্য কাপ্তাই উপজেলা প্রশাসনের পক্ষ হতে সতর্ক করে দেওয়া হচ্ছে পাহাড়ের পাদদেশে বসবাসকারী জনসাধারণদের।

সোমবার (২ জুন) উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়ন এর ৫ নং ওয়ার্ডের ঢাকাইয়া কলোনির ১৪ টি পরিবারের ৫০ জন সদস্য স্থানীয় কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে আশ্রয় নিয়েছেন বলে জানান ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ। তিনি আরোও জানান, আশ্রয় কেন্দ্রে আসা লোকদের উপজেলা প্রশাসনের পক্ষ হতে খাবারের ব্যবস্থা করা হয়েছে।

এদিকে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন প্রতিদিন ঝুঁকিপূর্ণ এলাকায় গিয়ে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে আসার জন্য অনুরোধ করছেন। এসময় স্থানীয় জনপ্রতিনিধি, রেড ক্রিসেন্ট এর সদস্য এবং কাপ্তাই তথ্য অফিসের প্রচার দল এই কার্যক্রমে সহায়তা করছেন।

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন জানান,এখন বৃষ্টির মৌসুম, ভারী বৃষ্টি হলে যেকোন সময় পাহাড় ধ্বসের ঘটনা ঘটতে পারে, তাই আমরা তাদেরকে নিরাপদ আশ্রয় হিসাবে কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্রে আসার জন্য অনুরোধ জানাই। ইতিমধ্যে সোমবার (২ জুন) কাপ্তাই উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে ১৪ টি পরিবারের ৫০ জন সদস্য আশ্রয় নিয়েছেন। আমরা প্রশাসনের পক্ষ হতে তাদেরকে খাবার পরিবেশন করেছি।

কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ বলেন, রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দিপুর নির্দেশনায় আমি কাপ্তাইয়ের ঢাকাইয়া কলোনি, লগগেইট সহ বিভিন্ন ইউনিয়নে পরিদর্শন করেছি। এইসব এলাকায় পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে আসার জন্য অনুরোধ করেছি।

(আরএম/এএস/জুন ০৩, ২০২৫)