রিপন মারমা, রাঙ্গামাটি : টানা বৃষ্টিতে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পানি বাড়ায় কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বেড়েছে।

সোমবার (২ জুন) বিকেলে যোগাযোগ করা হলে কাপ্তাই কর্ণফুলী জল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, সোমবার সকাল ৯ টা পর্যন্ত অত্র কেন্দ্রের ৫ টি ইউনিট এর মধ্যে ৪ টি ইউনিট হতে ১৫৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে। তৎমধ্যে নং ১ ইউনিট হতে ৪০মেগাওয়াট, ২ নং ইউনিট হতে ৪০ মেগাওয়াট, ৪ নং মেগাওয়াট হতে ৪০ মেগাওয়াট এবং ৫ নং মেগাওয়াট হতে ৩৫ মেগাওয়াট সহ সর্বমোট ১৫৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। ৩ নং ইউনিট বন্ধ রয়েছে।

পানি বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুমের তথ্য মতে, বর্তমানে কাপ্তাই হ্রদে ৮৬ দশমিক ৬৭ ফুট মীনস সি লেভেল। রুলকার্ভ অনুযায়ী এ সময় হ্রদে পানি থাকার কথা ৭৬ দশমিক ২৬ ফুট মীনস সি লেভেল। কাপ্তাই লেকে পানির ধারণ ক্ষমতা ১০৮ ফুট মীনস সি লেভেল। বৃষ্টি যেভাবে পড়ছে পানির লেভেল মুহূর্তে মুহূর্তে বেড়ে যাবে।

(আরএম/এএস/জুন ০৩, ২০২৫)