রিপন মারমা, রাঙ্গামাটি : পুষ্টি বিষয়ে দেশব্যাপী জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে "শিশু থেকে প্রবীণ- পুষ্টিকর খাবার সার্বজনীন" এই প্রতিপাদ্যে আজ মঙ্গলবার রাঙ্গামাটি কাপ্তাইয়ে শুরু হওয়া জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য বিভাগের বাস্তবায়নে এদিন সকাল ১১ টায় স্বাস্থ্য বিভাগের সম্মেলন কক্ষে এ সমাপনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রুইহ্লা অং মারমা। এতে প্রধান অতিথি সে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন।

এসময় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.নাইমা ইলিয়াস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা বরুণ কান্তি চাকমা, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো ইলিয়াস, কাপ্তাই প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কবির হোসেন, সাংবাদিক মাহফুজ আলম, চৌধুরী রিপন, এম বাবুল, জয়নাল আবেদীনসহ সরকারি কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

পুষ্টি সপ্তাহ উপলক্ষে স্থানীয় রেড ক্রিসেন্ট এর সহযোগিতায় কাপ্তাইয়ের বিভিন্ন স্কুল শিক্ষার্থীদের নিয়ে কুইজ,চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন।

(আরএম/এসপি/জুন ০৩, ২০২৫)