রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় মাহিন্দ্রা ও বাসের সংঘর্ষে ঘটনাস্থলে  চারজন সহ মোট পাঁচ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত দুইজনকে ভাঙ্গা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বুধবার (৪ জুন) সকাল ৬ টার দিকে ভাঙ্গা উপজেলার চমুরদির বাবলাতলা বাস স্ট্যান্ড এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন উত্তরাধিকার ৭১ নিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

ঘটনাস্থল থেকে ভাঙ্গা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রাকিব হোসেন ফরিদপুরের ভাঙ্গার চুমুরদি বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় সকাল ৬টার দিকে একটি মাহিন্দ্রাকে ভাঙ্গা থেকে বরিশাল গামী মোড়ল পরিবহনের একটি বাস দ্রুতগতিতে ধাক্কা দিলে মাহিন্দ্রটি দুমড়ে মুচড়ে যায়। এতে মাহিন্দ্রের চার যাত্রী ঘটনাস্থলে ও অপর একজন ভাঙ্গা হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন।' এছাড়া ওই দুর্ঘটনায় আহত দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান এসআই রাকিব।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস, ভাঙ্গা থানা পুলিশ ও ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। ভাঙ্গা থানা ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনগণ ও পুলিশের উদ্ধার হতাহতদের উদ্ধার করে। এসময় আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস।

এই রিপোর্ট লেখার আগ পর্যন্ত ওই দুর্ঘটনায় নিহত পাঁচ জনের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। নিহতরা হলেন: ১. মিজানুর রহমান মোল্লা (৫০) পিতা আব্দুল লতিফ মোল্লা , সাং চৌকিঘাটা , থানা ভাঙ্গা, জেলা ফরিদপুর ২. ইব্রাহিম সরদার (৭০) পিতা অজ্ঞাত ৩. মনির সরদার( ৪৫) পিতা ইব্রাহিম সরদার , ৪. তারা মিয়া (৪৫), পিতা বাদশা মিয়া সর্ব সাং দাইয়ার চর, থানা শিবচর, জেলা মাদারীপুর এবং ৫. অজ্ঞাতনামা একজন। ঘাতক মোড়ল পরিবহন এর বাসটি আটক করা সম্ভব হয়নি। মহাসড়কটিতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

(আরআর/এএস/জুন ০৪, ২০২৫)