আবু নাসের হুসাইন, সালথা : ফরিদপুরের সালথায় ব্রিজ ভেঙে পড়ায় যানচলাচল বন্ধ, জনদুর্ভোগ চরমে। মঙ্গলবার (৩ জুন) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ভাওয়াল ইউনিয়নের সালথা টু মোন্তারামোড় সড়কের ইউসুফদিয়া ইজারা পাড়া এলাকায় খালের উপর নির্মিত পুরাতন ব্রিজটি ভারী বৃষ্টিতে ভেঙে পড়েছে বলে স্থানীয়রা জানান। এরপর থেকে এলাকার জনসাধারণ বিকল্প সড়ক ব্যবহার করে চলাচল করছে। 

স্থানীয়রা জানান, ইফসুদিয়া ইজারা পাড়ায় ২৫ বছর আগে যাতায়াতের সুবিধার জন্য সেতুটি নির্মাণ করা হয়েছিলো। প্রতিদিন এই সড়ক দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে যাতায়াতের জন্য গুরুত্বপূর্ণ রাস্তা এটি। প্রায় ১০-১৫ টি গ্রামের মানুষ এই ব্রিজ দিয়া চলাচল করে। ব্রিজটি ভেঙ্গে পড়ায় যোগাযোগের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষের।

ইজিবাইক বাইক চালক ফায়েজুর রহমান বলেন, গত কাল রাতে সেতুটি ভেঙে পড়ায় যাত্রীদের চলাচলে সমস্যা হচ্ছে। সেতুটি দ্রুত মেরামতের জন্য দাবী জানাই।

উপজেলা প্রকৌশল আবু জাফর মিয়া বলেন, ব্রিজটি ভেঙে পড়েছে খবর পেয়েছি, দ্রুত মেরামতের ব্যাবস্থা করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালী বলেন, এ বিষয় জেলা পর্যায়ে জানানো হয়েছে। আশা করি দ্রুত সমস্যার সমাধান হবে।

(এএনএইচ/এএস/জুন ০৪, ২০২৫)