বিকাশ স্বর্ণকার, বগুড়া : বগুড়া সোনাতলায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস শীর্ষক কর্মশালা আজ বুধবার সকালে উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। 

সোনাতলায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত

এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রোগ্রামের আওতায় আয়োজিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বীকৃতি প্রামাণিক।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক নাজমুল হক মন্ডল। এ কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন কৃষি অফিসার সোহরাব হোসেন।

তিনার বক্তব্যে প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য ও করণীয় বিষয়ে বিস্তারিত উঠে আসে। আরো বক্তব্য রাখেন সিনিয়র মনিটরিং অফিসার (পার্টনার) মোঃ মাসুদ আহমেদ, অতিরিক্ত কৃষি অফিসার মোঃ রবিউল ইসলাম।

এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কৃষক ও কৃষাণী ছাড়াও উপ-সহকারী কৃষি কর্মকর্তা, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী ও অংশগ্রহণ করেন।

(বিএস/এসপি/জুন ০৪, ২০২৫)