কাপাসিয়ায় যানজট নিরসনে রাস্তায় নামলেন ইউএনও-এসিল্যান্ড

সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : আসন্ন পবিত্র ঈদুল আযহারকে সামনে রেখে উপজেলা বাজার সহ বিভিন্ন রাস্তায় যানযট নিরসনে রাস্তা নেমেছেন কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার ডা: তামান্না তাসনিম, উপজেলা ভুমি কর্মকত মো. নুরুল আমীন।
আজ বৃহস্পতিবার সকাল থেকে কাপাসিয়া থানার ইনর্চাজ মো. জয়নাল আবেদীন মন্ডল ও চৌকুশ পুলিশ বাহিনী সাথে নিয়ে উপজেলার বিভিন্ন রাস্তা যানযট নিরসনের প্রত্যক্ষ করেন এবং সাথে সাথে ব্যবস্থা গ্রহন করা হয়। এ ছাড়া কাপাসিয়া পুলিশ প্রসাশন প্রতিদিন উপজেলার রাস্তার মোরে মোরে ট্রাফিকের দায়িত্ব পালন করে আসছেন। এদিকে বাজার ইজাদারা কর্তৃক সেচ্ছাসেবকরাও যানযট নিরসনে কাজ করতে দেখা যায়।
উপজেলা নির্বাহী অফিসার এ সময় স্থানীয় সাংবাদিকতের বলেন, সাধারণ মানুষ যাতে পবিত্র ঈদে জন দুর্ভোগ পোহাতে না হয় সেই জন্য তিনি প্রশাসনের কর্মকতাদের নিয়ে রাস্তায় নেমেছেন। তিনি আরো বলেন, রাস্তায় যাতে কোন প্রকার চাদাবাজির ঘটনা না ঘটে সে ব্যাপারে সর্তক রয়েছেন প্রশাসন।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির আাহবায়ক মো. আফজাল হুসাইন, সদস্য সচিব সাংবাদিক মো. সাইফুল ইসলাম শহীন, কাপাসিয়া থানার ওসি (তদন্ত) মো. রবিউল ইসলাম, এস আই মো, আমিনুল ইসলাম, ব্যবসায়ী সমিতির সমদ্য মো. হারুন উর রশিদ সহ বাজারের ব্যবসায়ীরা।
(এসকেডি/এসপি/জুন ০৫, ২০২৫)