চাটমোহর প্রতিনিধি : চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের উথুলি এলাকার একটি লিচু বাগান থেকে জাহানারা খাতুন (৫২) নামের এক মহিলার ঝুলন্ত মরদেহ উদ্ধার কেেরছ থানা পুলিশ। 

আজ বৃহস্পতিবার সকালের দিকে চাটমোহর থানা পুলিশ লিচু বাগান থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

নিহত জাহানার খাতুন উথুলী মধ্যপাড়া গ্রামের ফজলুর রহমানের স্ত্রী।

পরিবারের দাবি বুধবার( ৪ জুন) সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিল জাহানারা খাতুন।

এলাকাবাসি সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৫ জুন) সকালে লিচুবাগানের পাশে একটি ক্ষেতে ঘাস কাটতে এসে এক কৃষক ঝুলন্ত অবস্থায় জাহানারা খাতুনকে দেখতে পায়। ছোট একটি লিচু গাছের সাথে গলায় ওড়না পেচিয়ে ঝুলে ছিল জাহানারা খাতুনের লাশ। দীর্ঘ সময় ঝুলে থাকার কারণে প্রায় পুরো শরীর শক্ত হয়ে গেছে।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জাহানারার খাতুনের ঝুলন্ত লাশ নামিয়ে প্রাথমিক তদন্ত শেষে মরদেহ পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করেছে।

এ ব্যাপারে চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার আরজুমা আক্তার জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিক তদন্ত শেষে মরদেহ পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।

(এসএইচ/এসপি/জুন ০৫, ২০২৫)