বোয়ালমারীতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ১০

কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার মহিশালা বাজার এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে ট্রাকচালক ফরহাদ গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার সাতৈর ইউনিয়নের মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বোয়ালমারীগামী ‘আলিফ-মীম’ পরিবহনের একটি লোকাল বাসের সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাকের সামনাসামনি সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় যানবাহনের চালকসহ অন্তত ১০ জন আহত হন।
স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। গুরুতর আহত ট্রাকচালক ফরহাদকে তাৎক্ষণিকভাবে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বোয়ালমারীর জয়নগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফয়সাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "বাস ও ট্রাক দুটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। দুর্ঘটনায় যানবাহনের ক্ষতির মাত্রা দেখে মনে হচ্ছে, ভাগ্যক্রমে বড় ধরনের প্রাণহানির ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে।"
সড়কে সচেতনতা ও যানবাহন নিয়ন্ত্রণে রাখার বিষয়ে স্থানীয়রা প্রশাসনের কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।
(কেএফ/এসপি/জুন ০৫, ২০২৫)