রবিউল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কাতুলী গ্রামে ৯ বছরের এক শিশুকে ফুসলিয়ে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগে দুই যুবকের বিরুদ্ধে পলাশবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে। 

গতকাল বুধবার শিশুটির মা মোছাঃ রাশিদা খাতুন (২৭) পলাশবাড়ী থানায় মামলাটি দায়ের করেন যার নং- ০৭।

এজাহার সূত্রে জানা যায়, শিশুটির মা তার প্রথম স্বামীর তালাকপ্রাপ্ত হয়ে পুনরায় বিয়ে করেন এবং বর্তমানে দ্বিতীয় স্বামীর বাড়ি একই ইউনিয়নের দিঘলকান্দি (বাউলাপাড়া) গ্রামে বসবাস করছেন। তার কন্যা সন্তান (৯) নানা-নানীর তত্ত্বাবধানে কাতুলী গ্রামে থাকেন।

ঘটনার দিন অর্থাৎ ৩১ মে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অভিযুক্ত দুই যুবক—সাফি মিয়া (১৯) এবং রব্বানী মিয়া (২৫) যারা একই গ্রামের বাসিন্দা, শিশুটিকে একা পেয়ে প্রথমে কথাবার্তার মাধ্যমে ফুসলায় এবং পরে নির্মাণাধীন একটি ভবনের ছাদে নিয়ে যায়। এ সময় এক অভিযুক্ত ছাদে অবস্থান করলেও অপরজন শিশুটিকে একটি নির্জন পরিবেশে নিয়ে গিয়ে ভয়ভীতি প্রদর্শন করে ধর্ষণ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

শিশুটি পরবর্তীতে শারীরিক ও মানসিক অস্বস্তি অনুভব করলে তার মামী,নানা এবং স্থানীয় লোকজনের কাছে ঘটনাটি জানায়।

এদিকে ঘটনাটি জানাজানি হলে শিশুটির মা শিশুটিকে হাসপাতালে ভর্তি করাতে চাইলে একটি মহল শিশুটিকে হাসপাতালে ভর্তি না নিষেধ করতে থাকে, পরে মঙ্গলবার রাতে হাসপাতালে ভর্তি হয় শিশুটি।পরের দিন থানায় এজাহার দাখিল করলে মামলা নেন পুলিশ।

পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্রো জানান, ভিকটিমকে পরীক্ষার জন্য গাইবান্ধা সদর হাসপাতালে পাঠানো হয়েছে, আসামী গ্রেফতারে পুলিশী অভিযান চলছে।

(আরআই/এসপি/জুন ০৫, ২০২৫)