‘মাদকমুক্ত সমাজ গড়াই আমাদের মূল বার্তা’
ফরিদপুরে বন্ধুসভার মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টে সেরা খেলোয়াড় রফিকুল ইসলাম

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরে অনুষ্ঠিত বন্ধুসভার মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতায় দুর্দান্ত পারফরম্যান্সের জন্য মোহামেডান দলের খেলোয়াড় মোহাম্মদ রফিকুল ইসলামকে সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত করা দেওয়া হয়েছে। পুরস্কারের স্বীকৃতি হিসেবে তাকে দুই দল খেলোয়াড়ের একটি গ্রুপ ছবি (১২ ইঞ্চি বাই ১০ ইঞ্চি) বাধিয়ে উপহার দেওয়া হয়।
গত সোমবার (২ জুন) রাত আটটার দিকে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদকের অফিসে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের সাবেক উপপরিচালক মোহাম্মদ শহিদুল্লাহ্। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী উদীচীর সাধারণ সম্পাদক এজাজ আহমেদ।
উপস্থিত বন্ধুসভার সকল সদস্যকে সাথে নিয়ে সেরা খেলোয়ার মোহাম্মদ রফিকুল ইসলামের হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রথম আলো ফরিদপুরের নিজস্ব প্রতিবেদক ও ফরিদপুর বন্ধুসভার প্রধান উপদেষ্টা প্রবীর কান্তি বালা।
পুরস্কার হাতে নিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন মোহাম্মদ রফিকুল ইসলাম। আবেগজড়িত কন্ঠে তিনি নিজ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, “সব বন্ধুরা মিলে যখন খেলা খেললাম, তখন তো পুরস্কার নিয়ে ভাবিনি। খেলাধুলার মাধ্যমে আমাদের যে বার্তা দেওয়ার ছিল— ‘মাদকমুক্ত সমাজ চাই, সেটাই দিতে পেরে আমরা সন্তুষ্ট। তারপরও বলার আপেক্ষা রাখে না যে এই পুরস্কার পেয়ে আমি অভিভূত। এটি ছিল আমার স্বপ্নের বাইরে। এ সম্মাননা আগামীতে আমাকে আরও ভালো খেলার ক্ষেত্রে অনুপ্রেরণার আলোক বর্তিকা হয়ে থাকবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফরিদপুর বন্ধুসভার ক্রীড়া সম্পাদক শ্যামল মণ্ডল, বন্ধু মানিক কুণ্ডু, সুব্রত পাল, সজীব দত্ত ও শুভ বিশ্বাস।
উল্লেখ্য, গত ২৪ মে ফরিদপুর জিলা স্কুল মাঠে বন্ধুসভার আয়োজনে অনুষ্ঠিত হয় মাদকবিরোধী প্রীতি ফুটবল টুর্নামেন্ট। খেলায় ‘মোহামেডান’ ৩-১ গোলে ‘আবাহনী’কে পরাজিত করে জয় লাভ করে। ওই খেলায় মোহাম্মদ রফিকুল ইসলাম খেলায় দুটি গোল করে মোহামেডানের জয়ে বড় ভূমিকা রাখেন।
এ প্রতিযোগিতার পর এ প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী প্রত্যেক বন্ধুর মতামতের ভিত্তেতে মোহাম্মদ রফিকুল ইসলাম সেরা খেলোয়ার নির্বাচিত হন।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক প্রবীর কান্তি বালা বলেন, “রফিকুলের এই পুরস্কার কেবল তার দক্ষতার স্বীকৃতি নয়, এটি বন্ধুসভার বার্তার প্রতি একটি সম্মান— আমরা খেলাধুলা ও ইতিবাচক কর্মকাণ্ডের মাধ্যমে তরুণদের উৎসাহিত করতে চাই, মাদক নয়।
সাবেক উপপরিচালক মোহাম্মদ শহিদুল্লাহ বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তরুণদের মাঠমুখী করে রাখলে তারা মাদকের প্রলোভনে পা দেবে না। বন্ধুসভার এমন উদ্যোগ দেশে-বিদেশে অনুকরণীয় হতে পারে।
ফরিদপুর বন্ধুসভার স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক শ্যামল মন্ডল বলেন, বন্ধুসভার পক্ষ থেকে ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের সচেতনতামূলক ও ইতিবাচক আয়োজন চলমান থাকবে।
(ডিসি/এসপি/জুন ০৬, ২০২৫)