তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জ পৌসভার সবচেয়ে বড় গরুর হাট  পরিদর্শন করেছেন জেলা প্রশাসক (ডিসি) মোঃ কামরুজ্জামান ও পুলিশ সুপার (এসপি) মোঃ মিজানুর রহমান।

গতকাল বৃহস্পতিবার (৫ জুন) বিকেলে শহরের হাউজিং স্টেটের গরুর হাটে গিয়ে তারা ঘুরে ঘুরে হাট পরিদর্শন করেন। ডিসি-এসপি কথা বলেন ক্রেতা-বিক্রেতা, মিডেকেল টিমের সদস্য সহ হাট সংশ্লিষ্টদের সাথে।

এসময় জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও গোপালগঞ্জ পৌরসভার প্রশাসক বিশ্বজিৎ কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবির, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোবিন্দ চন্দ্র সরদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রভাষ চন্দ্র সেন, ভেটেনারি সার্জন ডা. প্রিয়াংকা রানী মোদক, মেডিকেল টিমের সদস্য সহ জেলা প্রশাসন ও পুলিশের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(টিবি/এসপি/জুন ০৬, ২০২৫)