সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : বিগত জুলাই-আগস্টের ছাত্র জনতার বিপ্লবে কাপাসিয়ার শহীদ জাকির হোসেনের পরিবারকে আসন্ন পবিত্র ঈদুল আজহার উপহার প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাপাসিয়া উপজেলা শাখা।

আজ কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের গ্রামের বাড়িতে গিয়ে শহীদ জাকির হোসেনের স্ত্রীর হাতে জামায়াতের ইসলামীর নেতৃবৃন্দ নগদ ১০ হাজার টাকা ও ঈদ উপহার সামগ্রী তুলে দেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ফরহাদ হোসেন মোল্লা, বারিষাব ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা সিদ্দিকুর রহমান, সেক্রেটারি তারেক হাসান, বাইতুল মাল সম্পাদক মনির হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কাপাসিয়া উপজেলার পূর্ব শাখার সভাপতি ইমরান হোসেন সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ। শহীদ জাকির হোসেন এর স্ত্রী, সন্তান ও বাবা মা এ সময় উপস্থিত ছিলেন।

(এসকেডি/এসপি/জুন ০৬, ২০২৫)