৪ হাজার ২০০ মিটার অবৈধ চায়না ম্যাজিক জাল জব্দ করে অগ্নিসংযোগ
.jpg)
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে অভিযান চালিয়ে ২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৪ হাজার ২শ মিটার অবৈধ চায়না ম্যাজিক জাল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। পরে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
আজ শুক্রবার সকালে টুঙ্গিপাড়া উপজেলার বড় ডুমুরিয়া বিলে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়।
টুঙ্গিপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মারুফ দস্তেগীর বিষয়টি নিশ্চিত করেছেন।
ওই কর্মকর্তা জানান, টুঙ্গিপাড়া উপজেলায় বড় ডুমুরিয়া বিলে অবৈধ চায়না জাল দিয়ে অবাধে মাছ শিকার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় ওই বিল থেকে ২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৪ হাজার ২শ মিটার অবৈধ চায়না জাল জব্দ করে উপজেলা পরিষদে নিয়ে আশা হয়।
তিনি আরো বলেন, পরে সেসব জাল উপজেলা পরিষদ মাঠে আগ্নিসংযোগ করে পুড়িয়ে ধ্বংস করা হয়। দেশীয় মাছ রক্ষার্থে আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে।
এ অভিযানে টুঙ্গিপাড়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড় সহ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
(টিবি/এসপি/জুন ০৬, ২০২৫)