স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল : টাঙ্গাইলে দেশের অন্যতম বৃহৎ যমুনা সেতু দিয়ে রেকর্ড সংখ্যক যানবাহন পারাপার হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৬৪ হাজার যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে প্রায় ৪ কোটি ১১ লাখ টাকা। এর আগে ঈদুল ফিতরে সব্বোর্চ ৫১ হাজার পরিবহন পারাপার হয়েছিল।

জানা গেছে, যমুনা সেতুর পূর্ব টোলপ্লাজায় ৯টি ও পশ্চিমে টোলপ্লাজায় ৯টি বুথে টোল আদায় করা হচ্ছে। এছাড়া মোটরসাইকেলের জন্য আলাদা দুইটি লেন করা হয়েছে। টাঙ্গাইল অংশে যানজট নিরসন করতে সেতুর পশ্চিম টোলপ্লাজায় টোল আদায় বন্ধ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় বাস পারাপার হয়েছে ১৫ হাজার, বড় ট্রাক সাড়ে ২৩ হাজার, ছোট পরিবহন প্রায় ১০ হাজার ও মোটরসাইকেল সাড়ে ১৫ হাজার। স্বাভাবিক সময়ে এই সেতু দিয়ে ১৮ হাজার থেকে ২০ হাজার পরিবহন চলাচল করে থাকে।

এদিকে মহাসড়কে যানজটের কবলে চরম ভোগান্তিতে পড়েছেন উত্তরের পথের মানুষ। উত্তরের প্রায় ২৩টি জেলার মানুষ ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক ব্যবহার করে।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল জানান, ঈদে মহাসড়কে বাড়তি পরিবহনের চাপ তৈরি হয়েছে। এতে সব্বোর্চ সংখ্যক পরিবহন পারাপার হয়েছে, যা সেতুর ইতিহাসে রেকর্ড।

(এসএম/এসপি/জুন ০৭, ২০২৫)