পদ্মার ২২ কেজির বাগাইড় ৩৫ হাজারে বিক্রি

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পদ্মায় জেলের জালে বিশাল আকৃতির একটি বাগাইড় মাছ ধরা পরেছে। ওজন দিয়ে দেখা গেছে মাছটির ওজন ২২ কেজি ১ শত গ্রাম।
আজ সোমবার সকালে দৌলতদিয়া ফেরি ঘাটে নীচে জেলে আক্কাছ শেখের জালে মাছটি ধরা পরে। ধরা পরার পর মাছটি বিক্রির দৌলতদিয়ার আড়ৎদার মিলন ও দেলোয়ার হোসেনের আড়তে নিয়ে আসলে উম্মক্ত নিলামে ১ হাজার ৪০০ টাকা কেজি দরে মোট ৩০ হাজার ৪০০ টাকায় মাছটি কিনে নেন শাকিল সোহান মৎস্য আড়তের মালিক শাজাহান মিয়া।
শাকিল সোহান মৎস্য আড়তের মালিক শাজাহান মিয়া বলেন, সোমবার সকালে ধরা পরা মাছটি কিনে নেওয়ার পর টেলিফোনে যোগাযোগ করে কেজি প্রতি ২ শত টাকা লাভে মোট ৩৫ হাজার ২০০ টাকায় ঢাকার ৩০০ ফিট এলাকার এক ব্যাবসায়ী কাছে বিক্রি করা হয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাজমুল হুদা বলেন, পদ্মা নদী পানি বাড়ছে। যে কারণে বড় আকৃতির মাছগুলো খাদ্যের সন্ধানে নদীর কিনারায় আসছে। জেলেরা জাল ফেলে বড় আকৃতির এই মাছগুলো ধরছে। এতে জেলে পরিবারে হাসি ফুটছে।
(একে/এসপি/জুন ০৯, ২০২৫)