মহম্মদপুর প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। "ত্যাগ চাই মসিয়া ক্রন্দন চাহি না" এই স্লোগানে দ্যা জিনিয়াস ক্লাব বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে গত সোমবার (৯ জুন) উপজেলা সদরের ঐতিহ্যবাহী আমিনুর রহমান কলেজ সম্মেলন কক্ষে ২০২৩-২৪ শিক্ষা বর্ষের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া ৫৬ জন শিক্ষার্থীকে দ্যা জিনিয়াস ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।

দ্যা জিনিয়াস ক্লাবের সভাপতি মোঃ তানজির আলমের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কৃষি বিজ্ঞানী ড. মোঃ আলী আফজাল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল), মোঃ মোস্তাফিজুর রহমান, আমিনুর রহমান কলেজ প্রতিষ্ঠাতা মোঃ মিজানুর রহমান কাবুল, আমিনুর রহমান কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান ও সহকারী অধ্যাপক ওছিউরজ্জামান বুলবুল।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্র সমন্বয়ক তাওফিক কালাম (অভি)। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, দ্যা জিনিয়াস ক্লাবের উদ্যোক্তা সরকারি বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান কলেজের প্রভাষক মোঃ ইলিয়াস হোসেন।

জানা গেছে, অনুষ্ঠানে এ বছর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া উপজেলার ৮টি ইউনিয়নের মেধাবী শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।

(বিএস/এসপি/জুন ১০, ২০২৫)