স্টাফ রিপোর্টার : মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক জামায়াতের কর্মপরিষদের সদস্য ও দিগন্ত মিডিয়ার কর্পোরেশনের চেয়ারম্যান মীর কাসেম আলীর রায় যেকোনো দিন ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনাল-২।

রবিবার চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে গঠিত তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য অপেক্ষমাণ রেখে মামলাটি সিএভিতে রেখে দেওয়া হয়।

সকালে আদালতে মীর কাশেম আলীর পক্ষে তার আইনজীবী যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন। এর পর প্রসিকিউশন পক্ষ হতে পাল্টা যুক্তি উপস্থাপন করা হয়।

এর পর উভয় পক্ষের যুক্তি উপস্থাপন শেষে আদালত মামলাটি যেকোনো রায় ঘোষণা করা হবে মর্মে আদেশ দেন।

এর আগে মঙ্গলবার ও বুধবার মীর কাশেম আলীর পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। এ মামলায় ২৭ ও ২৮ এপ্রিল যুক্তি পেশ করেন প্রসিকিউশন পক্ষ।

গত বছরের ১৮ নভেম্বর মীর কাসেম আলীর বিরুদ্ধে প্রসিকিউশনের ওপেনিং স্টেটমেন্ট উপস্থাপনের মধ্য দিয়ে বিচার কাজ শুরু হয়। এর পর ১১ ডিসেম্বর তার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

গত বছরের ৫ সেপ্টেম্বর মীর কাসেম আলীকে ১৪টি ঘটনায় অভিযুক্ত করে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল

(ওএস/এইচআর/মে ০৪, ২০১৪)