কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে ডুবে জেলে নিখোঁজ

রিপন মারমা, রাঙ্গামাটি : রাঙ্গামাটির কাপ্তাইয়ের কর্ণফুলী নদীর কেপিএম কয়লা ডিপু এলাকায় মাছ ধরতে নেমে নকুল কুমার মল্লিক (৫৫) নামে ১ জেলে নিখোঁজ হয়েছে।
সোমবার (১০ জুন) সন্ধ্যা ৭ টার দিকে এই ঘটনা ঘটে।১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য নীলকান্ত মল্লিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি আরোও জানান, নিঁখোজ জেলে নকুল কুমার মল্লিক গতকাল সোমবার সন্ধ্যায় নৌকা নিয়ে কর্ণফুলি নদীতে মাছ ধরতে যান। কর্ণফুলি নদীর ডলুছড়ি ঘাট সংলগ্ন এলাকায় তাঁর ব্যবহৃত নৌকাটি পাওয়া গেলেও আজ মঙ্গলবার (১০ জুন) সন্ধ্যা অবধি নিঁখোজ এর কোন সন্ধান পাওয়া যায়নি।
কাপ্তাই থানার ওসি (তদন্ত) অলি উল্লাহ জানান, এই বিষয়ে কেউ অভিযোগ করেন নাই, তবে আমরা খোঁজ খবর নিচ্ছি।
(আরএম/এসপি/জুন ১০, ২০২৫)