মো: মিশুক আহমেদ জয়, কুষ্টিয়া : কুষ্টিয়ায় টুটুল হোসেন (৪০) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার মধুপুর পশুহাট সংলগ্ন কু‌ষ্টিয়া-‌ঝিনাইদহ মহাসড়কের পাশে এই ঘটনা ঘটে।

গু‌লি‌বিদ্ধ লাশ‌টি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পু‌লিশে খবর দেয়। এসময় ঘটনাস্থল থেকে এক শটগান, মোটরসাইকেল ও কয়েক রাউন্ড গু‌লি জব্দ করেছে পুলিশ।

নিহত টুটুল হোসেন ওই এলাকার মৃত বীর মুক্তিযোদ্ধা তুরাব হোসেনের ছেলে। তি‌নি দীর্ঘদিন প্রবাসে থেকে দেশে ফিরে স্থানীয় বাজারে একটি দোকান চালাতেন।

বিষয়টি নিশ্চিত করে ইসলামী বিশ্ব‌বিদ‌্যালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, রাতে কু‌ষ্টিয়া-‌ঝিনাইদহ মহাসড়কের মধুপুর পশুহাট সংলগ্ন স্থানে টুটুলের লাশ পড়ে থাকতে দেখে পু‌লিশকে খবর দেই স্থানীয়রা। পু‌লিশ ঘটনাস্থলে পৌছে লাশের পাশ থেকে এক‌টি শটগান, কয়েক রাউন্ড গু‌লি ও মোটরসাইকেল জব্দ করেছে। মুখে আঘাত করা হয়েছে। ধারনা কর‌ছি অন‌্য কোথাও হত‌্যা করে লাশটি ফেলে গেছে। এ ঘটনায় তদন্ত চলছে।

(এমজে/এসপি/জুন ১০, ২০২৫)