ঈশ্বরদী প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী উপজেলা জামায়াতের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ জুন) পৌর এলাকার আলহাজ্ব টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী বাংলাদেশ এর কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মজিবুর রহমান।

সভাপতিত্ব করেন ঈশ্বরদী উপজেলা জামায়াতের আমির ডা: অধ্যাপক নুরুজ্জামান প্রামাণিক। বিশেষ অতিথি ছিলেন পাবনা জেলার নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল। সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি সাইদুল ইসলাম।

বক্তব্য রাখেন, পাবনা জেলা জামায়াতের সিনিয়র আমির আবু সালেহ মোহাম্মদ আব্দুল্লাহ, জেলা সেক্রেটারী আব্দুল গাফফার খান, সহ-সেক্রেটারি এস এম সোহেল, আটঘরিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম, ঈশ্বরদী উপজেলা জামায়াতের সাবেক আমির গোলাম রাব্বানী, পৌর আমির মাওলানা গোলাম আযম, ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি মনজুরুল ইসলাম, ছাত্র শিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সেক্রেটারি সাইফুদ্দিন ইয়াহিয়া, পাবনা জেলা শিবিরের সাবেক সভাপতি আসাদুজ্জামান খান, সাবেক সভাপতি ইসরাইল হোসেন শান্ত, লীকুন্ডা জামায়াতের সভাপতি ইসমাইল হোসেন রনি, মুলাডুলির আমির প্রভাষক সাহিনুল আলম, পাকশী’র আমির মাসুদ রানা মাসুম উপজেলা ছাত্রশিবিরের পশ্চিম সভাপতি সজিব হাসান।

বক্তারা বলেন, আল্লাহতালার অশেষ মেহেরবানীতে আজ আমরা সৌভাগ্যবশত একত্রিত হতে পেরেছি। কিন্তু কিছুদিন আগেও ছোট পরিসরে ঈদ পুনর্মিলনী করতে গিয়ে মামলা খেতে হয়েছে। আর কোন স্বৈরশাসক বাংলার মসনদে দেখতে চাই না। ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে শুভ সূচনার সৃষ্টি করেছি। মানুষের দ্বারে গিয়ে আমাদের আহব্বান পৌঁছে দিতে হবে। তাদের কাছ থেকে আমাদের দাঁড়িপাল্লায় ভোট নিতে হবে। এদেশে ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে হবে।

(এসকেকে/এসপি/জুন ১০, ২০২৫)