একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর কালুখালী চাঁদপুর ব্রিজের নিচ থেকে মো: আসলাম প্রামাণিক (৪৫) নামে এক ইজিবাইকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

আজ বুধবার সকালে উপজেলার চাঁদপুর বাসস্ট্যান্ডের পাশ দিয়ে প্রবাহিত চন্দনা নদী থেকে লাশ উদ্ধার করা হয়।

নিহত মো: আসলাম প্রামাণিক জেলার পাংশা উপজেলার চর-লক্ষিপুর গ্রামের পিয়ার আলী পেনু প্রামাণিকের ছেলে।সে ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

নিহতের চাচাতো ভাই মো: সিদ্দিক প্রামাণিক লাশের পরিচয় শনাক্ত করে জানান আসলাম প্রামাণিক (নিহত) গত কাল ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বেড় হয়ে আর বাড়ি ফিরে যায়নি। সে মাঝে মাঝেই ইজিবাইক নিয়ে বেড় হয়ে রাতে বাড়ি ফিরতো না।তবে আজ সকালে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে এসে দেখি আসলামের লাশ।

সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার বলেন, আমরা ধারণা করছি গভীর রাতে ইজিবাইক টি ছিনতাই করার উদ্দেশ্যে দুর্বৃত্তরা চালক আসলাম কে শ্বাসরোধ করে হত্যা করে। পরে চাঁদপুর ব্রিজ থেকে নদীতে ফেলে চলে যায়।

(একে/এসপি/জুন ১১, ২০২৫)