কাপ্তাইয়ে বিলুপ্ত রাজ ধনেশ ও টিয়া পাখির বাচ্চা উদ্ধার

রিপন মারমা, রাঙ্গামাটি : রাঙ্গামাটির কাপ্তাইয়ে বিলুপ্ত প্রজাতি ২টি রাজ ধনেশ ও ১টি টিয়া পাখি বাচ্চা উদ্ধার করেছে পার্বত্য চট্রগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জের কর্মকর্তারা।
মঙ্গলবার (১০ জুন) বিকেলে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক মাসুম আলম সহযোগীতায় কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন অভিযান নেতৃত্বে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের হতে ২টি বিলুপ্ত রাজ ধনেশ বাচ্চা ও একটি টিয়া পাখি উদ্ধার করা হয়।
অভিযানের সময় আরো উপস্থিত ছিলেন, বড়ইছড়ি স্টেশন কর্মকর্তা এসএম মহিউদ্দিন চৌধুরী, কাপ্তাই রেঞ্জ সহকারি ওসমান গণি।
কাপ্তাই রেঞ্জের বন কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তার সহকারি ওসমান গনিকে নিয়ে ছদ্মবেশে পাখি উদ্ধারের অভিযানে নামেন। পরবর্তীতে তিনি পাখি উদ্ধারে সক্ষম হন। উক্ত পাখিসমূহ উদ্ধারপূর্বক রাঙ্গুনিয়া এভিয়ারি এন্ড ইকোপার্কে হস্তান্তর করা হয়।
(আরএম/এসপি/জুন ১১, ২০২৫)