ঈশ্বরদীতে কাভার্ডভ্যান চাপায় মা-মেয়েসহ নিহত ৩

ঈশ্বরদী প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে কাভার্ডভ্যান চাপায় মা ও মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। বুধবার (১১ জুন) সকাল ৭টার দিকে উপজেলার দাশুড়িা-কুষ্টিয়া মহাসড়কের মিরকামারী মুন্নার মোড় এলাকায় মোটরসাইকেল থামিয়ে লিচু কেনার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- লিচু বিক্রেতা উপজেলার মিরকামারী মুন্নার মোড় এলাকার আনিসুর রহমান (৫৫), নাটোর সদর উপজেলার সাবেক বিজিবি সদস্য মফিজুল ইসলামের স্ত্রী সুবর্ণা খাতুন (৪৫) ও মেয়ে পূর্ণতা (৮)। দুর্ঘটনায় মফিজুল ইসলাম গুরুতর আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যদর্শীরা জানান, অবসরপ্রাপ্ত বিজিবির সদস্য মফিজুল ইসলাম পরিবার নিয়ে শ্বশুর বাড়ি কুষ্টিয়া থেকে নিজ বাড়ি নাটোর ফিরছিলেন। পথের মধ্যে সকাল ৭টার দিকে ঈশ্বরদীর মিরকামারী মুন্নার মোড় এলাকায় সড়কের পাশে লিচু কিনতে গিয়ে পেছন থেকে আসা কার্ভাডভ্যান মফিজুল ইসলাম ও তার স্ত্রী, মেয়ে এবং লিচু বিক্রেতাকে ধাক্কা দেয়। এতে লিচু বিক্রেতাসহ ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে আহত মফিজুল ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পাকশী হাইওয়ে পুলিশ ফাঁড়ির এস আই কল্লোল জানান, দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। তাদের মরদেহ হাসপাতালে রয়েছে।
(এসকেকে/এসপি/জুন ১১, ২০২৫)