একে আজাদ, রাজবাড়ী : বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লে: জেনারেল এস এম মতিউর রহমান বলেছেন, চাঁদাবাজ, সন্ত্রাস, মাদক ব্যবসায়ী, লুটপাটকারী, বালুদস্যু এমনকি দুর্নীতি পরান ব্যক্তিদের সাথে আমি কখনোই আপোষ করবো না।এমনকি এই ধরনের মানুষের সাথে এক স্থানে বসে ক্ষেতেও রাজি না।

আজ বুধবার সকালের দিকে পাংশা উপজেলা শিল্পকলা একাডেমীতে রাজবাড়ী জেলা অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সংস্থার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে লে: জেনারেল এস এম মতিউর রহমান (অব:) আরও বলেন, রাজনীতির বিষয়ে আমি এখনো কোন সিদ্ধান্ত নেইনি। তবে দেশ ও দেশের মানুষের জন্য যদি কখনো রাজনীতি করতে হয় আমি করবো।

তিনি বলেন, আমি রাজনীতি করি বা না করি যারা চাঁদাবাজ করছে, এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে, মাদক দিয়ে সমাজ কে খারাপের দিকে নিয়ে যাচ্ছে, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে, লুটপাট চালাচ্ছে, বে-আইনি ভাবে জমি দখল করছে তাদের বিরুদ্ধে আমি সামাজিক ভাবে আন্দোলন করবো। এই আন্দোলন আমি যতদিন বেচে থাকবো চালিয়ে যাবো। আমার এই আন্দোলনে কেউ থাকুক বা না থাকুক আমি একা হলেও চালিয়ে যাবো।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-রাজবাড়ী জেলা অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সংস্থার উপদেষ্টা, বিশিষ্ট শিল্পপতি, আলহাজ্ব মো: মুজাহিদুল ইসলাম প্রমুখ।

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের অবসরপ্রাপ্ত সেনাসদস্যসহ সুধীজন উপস্থিত ছিলেন।

(একে/এসপি/জুন ১১, ২০২৫)