মহম্মদপুরে ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু

মহম্মদপুর প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউপি'র ঘুল্লিয়া গ্রামে রাস্তা পারাপারের সময় মোছাঃ ফারিয়া সুলতানা (৩) নামের শিশুর মৃত্যু হয়েছে।
সূত্রে জানা গেছে, বুধবার সকালে রাস্তা দিয়ে পার হওয়ার সময় হঠাৎ ইজিবাইক তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন ফারিয়াকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে উপজেলার ঘুল্লিয়া গ্রামের মোঃ সুজন শেখের কন্যা।
(বিএস/এসপি/জুন ১১, ২০২৫)