তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে সায়বা জায়রা (৫) নামে একটি শিশু নিহত হয়েছে। এ সময় ওই প্রাইভেট কারের আরো ৪ যাত্রী গুরুতর আহত হয়।

নিহত সায়বা জায়রা ঢাকার বাংলা মোটর এলাকার নিউ ইস্কাটন রোডের বাসিন্দা রাফিউর রহমানের মেয়ে।

আজ বুধবার (১১জুন) দুপুর ২ টা ৩০ মিনিটের দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার দাসেরহাট স্কাই ব্লু রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- ওই শিশুর পিতা রাফিউর রহমান (৪৫), মা নুসরাত জাহান (৩৭), ভাই আশিক দেওয়ান (১০) ও আব্দুর রহমান দেওয়ান (৪) ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান ওই শিশুর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

মুকসুদপুর ফায়ার সার্ভিসের লিডার ওয়াহিদুজ্জামান খান জানান, রাফিউর রহমান স্ত্রী ও সন্তানদের নিয়ে প্রাইভেটকার ড্রাইভ করে ঢাকা থেকে খুলনা যাচ্ছিল। তাদের প্রাইভেট কারটি দুপুরে মুকসুদপুর উপজেলার দাসের হাটে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিসের একটি টিম দুর্ঘটনা কবলিত প্রাইভেট কার থেকে আহত ৫ জনকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। মুকসুদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত মেডিকেল অফিসার মানষ ভট্রাচার্য শিশু সায়বা জায়রাকে মৃত ঘোষনা করেন। বাকীদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি রকিবুজ্জামান বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই আইনি প্রক্রিয়া শেষে ওই শিশুর মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

(টিবি/এসপি/জুন ১১, ২০২৫)