সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়নের ৪০ হাজার পরিবার লবণ পানির আগ্রাসন থেকে মুক্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে স্থানীয় ভুক্তভোগীরা। 

আজ বুধবার দুপুরে উপজেলার মুন্সিরহাট বাজারে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়
মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন, মোরেলগঞ্জ উপজেলার পঞ্চনকরন, তেলীগাতী, দৈবজ্ঞহাটি, পুটিখালী, বলইবুনিয়া ইউনিয়নের জনসাধারন লবণ পানির আপ্রাসন থেকে মুক্তি চায়। একটি কুচক্রি মহল শুধূমাত্র মাছ ধরার জন্য ওয়াপদার স্লুইজ গেট খুলে খালে লবণ পানি প্রবেশ করাচ্ছে। ফলে পানিতে লবণাক্ততার কারনে ফসলি জমিতে ফসল হচ্ছেনা, মাটিতে গবাদি পশুর খাদ্য ঘাষ পর্যন্ত জন্মাচ্ছেনা। অবিলম্বে শুস্ক মৌসুমে খালে ওয়াপদার স্লুইজ গেট বন্ধ রাখার দাবি জানান তারা।

(এস/এসপি/জুন ১১, ২০২৫)