রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে আটককৃত দুটি তক্ষক  অবমুক্ত করা হয়েছে। আজ বুধবার বিকালে সাতক্ষীরা পুলিশ লাইন্স সংলগ্ন বাগানে এই তক্ষক অবমুক্ত করা হয়। এর আগে গত মঙ্গলবার রাতে শহরের মাগুরা এলাকা থেকে ২টি তক্ষক সহ ইমাদুল নামে এক যুবকে আটক করা হয়। 

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মিথুন কুমার সরকার জানান, তক্ষক বিক্রি হচ্ছে এমন খবর পেয়ে গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক পিন্টুলাল দাসের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে ইমাদুল নামে একজনকে আটক করে। এসময় তার কাছ থেকে দুটি তক্ষক উদ্ধার করায়। পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে বিভিন্ন জায়গায় তক্ষক বিক্রির নামে প্রতারনার মাধ্যে অর্থ হাতিয়ে নিয়েছে। এব্যাপারে বন্যপ্রানী সংরক্ষক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে আদালতের নির্দেশে বন কর্মকর্তার উপস্থিতিতে তক্ষক দুটি অবমুক্ত করা হয়।

এসময় সেখানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা বনবিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিএম মারুফ বিল্লাহ, সহকারী বনকর্মকর্তা শফিকুর রহমান, রাহুল হোসেন জেলা গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক (এস আই) পিন্টু লাল দাশ, সাখাওয়াত হোসেন প্রমুখ।

(আরকে/এসপি/জুন ১১, ২০২৫)