রিপন মারমা, রাঙ্গামাটি : রাঙ্গামাটির কাপ্তাই থানার হাজতের গ্রিল কেটে চুরির মামলার এক আসামি পালানো খবর পাওয়া গেছে। 

বুধবার (১১ জুন) সকালের দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) অলি উল্লাহ। পলাতক আসামির নাম সাগর (২৮)।

ওসি-তদন্ত অলি উল্লাহ জানান, আজ বুধবার ভোরে সাগর নামে এক আসামীকে আমরা কাপ্তাই নতুনবাজার এলাকা হতে গ্রেফতার করে নিয়ে আসি। তাঁর বিরুদ্ধে স্বর্ণ ও টাকা চুরির অভিযোগ রয়েছে। এদিন সকাল ৯ টায় সেই থানার গ্রিল কেটে পেছন দিয়ে পালিয়ে যাই। আমরা তাঁকে ধরতে অভিযান অব্যাহত রেখেছি।

এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, এই ঘটনায় দায়িত্ব অবহেলাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

(আরএম/এসপি/জুন ১১, ২০২৫)