তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে সেনা সদস্যকে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় যৌথ বাহিনী ৫ জনকে আটক করেছে। 

গতকাল বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার চাপাইল সেতু এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

মারধরের শিকার সেনা সদস্য সাজ্জাদ হোসেন সেনাবাহিনীর ঢাকা হেড কোয়ার্টারে কর্মরত রয়েছেন।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মো. সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি মির মো. সাজেদুর রহমান জানান, নড়াইল জেলার কালিয়া উপজেলার নড়াগাতি থেকে পিকআপে করে বাসার মালামাল নিয়ে ঢাকায় যাচ্ছিলেন ওই সেনা সদস্য। এসময় চাপাইল সেতুতে পৌছালে টোল দেয়া নেয়া নিয়ে শ্রমিকদের সাথে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে শ্রমিকরা হামলা চালিয়ে সেনা সদস্য সাজেদুর রহমানকে মারধর করে।

তাৎক্ষণিকভাবে খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে সেনা সদস্যকে উদ্ধার করে। এ ঘটনায় জড়িত ৫ শ্রমিককে স্থল থেকে আটক করে থানায় সোপর্দ করে। এ ব্যাপারে মামলা দায়ের প্রস্তুতি চলছে জানিয়েছেন গোপালগঞ্জ সদর থানার ওসি।

(টিবি/এসপি/জুন ১২, ২০২৫)