রিপন মারমা, রাঙ্গামাটি : রাঙ্গামাটি শ্রমিক দলের সহ-সাধারণ সম্পাদক ও কাপ্তাই উপজেলা বিএনপি'র প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোঃ আইয়ুব আলী(৫৮) ও বিএনপি সদস্য মোঃ আজাদ (৫৩) ইন্তোকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (১২জুন) ভোর ৬টায় মো: আইয়ুব আলী ও সকাল সাড়ে ৯টায় মো: আজাদ নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।

কাপ্তাই উপজেলা এই দুই নেতার মৃত্য সংবাদ পেয়ে ছুঁটে আসেন রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দীপু। কাপ্তাই এই দুই নেতা মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তিনি।

আজ এক শোকবার্তায় বিএনপি সভাপতি দীপেন তালুকদার দীপু ‘সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নীতি ও আদর্শ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দর্শণে গভীরভাবে আস্থাশীল মো: আইয়ুব আলী ও মোঃ আজাদ উপজেলা বিএনপিকে শক্তিশালী, গতিশীল ও সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করেছেন।

এছাড়া বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের প্রতিটি আন্দোলন সংগ্রামে তিনি সক্রিয় অংশগ্রহণ করেছেন। আমি তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি।

শোকাহত পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করে।’বিএনপি দীপেন তালুকদার শোক বার্তায় দুই নেতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

এই সময় উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা বিএনপি সহ-সভাপতি বাবুল আলী, সহ-সভাপতি রহমত উল্লাহ, জেলা বিএনপি যুগ্ন সম্পাদক আলীর বাবর, যুগ্ন সম্পাদক মো: দিলদার হোসেন, দপ্তর সম্পাদক আব্দুল কুদ্দুস, জেলা শ্রমিক দল সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম কবির, কাপ্তাই উপজেলা বিএনপি সভাপতি লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, সাংগঠনিক সম্পাদক উথোয়াইমং মারমা, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো: ফারুক খান, প্রবাসী কল্যাণ সম্পাদক মোরসেদ কামাল, জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী মো: বেলাল হোসেন, দপ্তর সম্পাদক মো: ইব্রাহীম উপজেলা সেচ্ছাসেবক দল সম্পাদক মো: রফিক, যুব দলের সদস্য সচিব ইব্রাহীম হাবিব মিলু, যুগ্ন আহবায়ক সুমন মারমা।

এই সময় জেলা উপজেলা ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনে নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন, বাদ আসর বিএফআইডিসি জামে মসজিদ প্রাঙ্গণে দুই নেতা নামাজের জানাজার শেষে লকগেইট কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়।

(আরএম/এসপি/জুন ১২, ২০২৫)