৩১ দফা মানুষের কাছে পৌঁছে দিতে কাপাসিয়ায় বিএনপির প্রস্ততি সভা

সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : জিয়াউর রহমানের সাহাদৎ বার্ষিক উপলক্ষে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা দাবি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পাড়া-মহল্লায় বৈঠক কার্যক্রমের প্রস্তুতির সভা করেছেন উপজেলার সদর ইউনিয়ন বিএনপি।
আজ বৃহস্পতিবার সাফাইশ্রীস্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয় সদর বিএন পির সভাপতি মো. সেলিম হোসেন আরজু সভাপতিত্বে।
ইউনিয়নের ৯টি ওর্য়াড সভাপতি ও সাধারণ সম্পদক ছাড়া ও সভায় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য মো. আজগর হোসেন খান,কাপাসিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাংবাদিক এফ এম কামাল হোসেন, বিএনপির সদস্য সাবেক মেম্বার মোঃ ছানাউল্লাহ,অ্যাডভোকেট মোঃ আজিজুল হক বাবুল, মীর মাসুদ করিম, মোঃ জহিরুল ইসলাম ফকির, যুবদল নেতা মোঃ ফরিদুল আলম বুলু, বিএনপি নেতা অ্যাডভোকেট আফছার উদ্দিন বাচ্চু, মোঃ ফরিদ শেখ, মোজাহিদুল ইসলাম , জাহাঙ্গীর মাহমুদ, নূর মোহাম্মদ মেম্বার, মফিজ উদ্দিন, হাবিবুর রহমান হবু, আব্দুর রব বাচ্চু, চাঁন মিয়া, আব্দুল হক মীর, কাজল মাষ্টার, মাহবুবুর রহমান, আনোয়ার হোসেন প্রমুখ।
(এসকেডি/এসপি/জুন ১২, ২০২৫)