পঞ্চগড়ে শিশু কিশোর ঈদ উৎসব অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টা, পঞ্চগড় : পঞ্চগড় জেলার সদর উপজেলার প্রত্যন্ত পল্লীর সাবেক গারতী ছিটমহল, বর্তমান রাজমহল মফিজার রহমান ডিগ্রী কলেজ মাঠে ১২ জুন দিনব্যাপী এক শিশু-কিশোর ঈদ উৎসব অনুষ্ঠিত হয়েছে। ষড়ঋতু-জগদল আয়োজিত দিনব্যাপী এই উৎসব শুরু হয় সকাল ১০টায়। যার সমাপ্তি ঘটে সন্ধা ৬টায়। উৎসবে শিশু কিশোরদের গ্রামীণ খেলাধুলা 'জোর -বাড়ি-ঘর,' 'রুমাল চুরি,' 'গুটিগোল্লা' এবং 'মা বলেছেন' খেলার পাশাপাশি শিশু-কিশোরদের নিয়ে গঠিত ৪টি দলের তিনটি ফুটবল ম্যাচ এবং যুব ও তরুণ খেলোয়াড় নিয়ে গঠিত দুটি দলের ১টি ম্যাচ অনুষ্ঠিত হয়।
এতে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে জগদল উচ্চ বিদ্যালয় মাঠ একাদশ, রানারআপ হয়েছে ষড়ঋতু জগদল। কলেজ পর্যায়ে দুটি টীমের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে মফিজার রহমান ডিগ্রী কলেজ, রানারআপ হয়েছে রাজমহল তরুণ যুব ইউনিট দিনব্যাপী উৎসবে অংশ গ্রহণকারী ১৫০ জন শিশু-কিশোরদের মাঝে দুপুরে সাধারণ খাবার পরিবেশন করা হয়।
উৎসব শেষে অংশ গ্রহণকারী শিশু কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করেন ষড়ঋতু জগদল এর সভাপতি বিশিষ্ট নাট্যকার ও গবেষক রহিম আব্দুর রহিম। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, মফিজার রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ নূর উল্লাহ, রাজমহল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু হানিফা ও এলাকার সুধিমহল।
(আরএআর/এসপি/জুন ১৩, ২০২৫)