ফুলপুরে জামায়াতের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত

শফিকুল ইসলাম, ফুলপুর : ময়মনসিংহের ফুলপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার বিকালে উপজেলার ভাইটকান্দি স্কুল এন্ড কলেজ হলরুমে ছনধরা, রামভাদ্রপুর ও সিংহেশ্বর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
ভাইটকান্দি ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ময়মনসিংহ জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ কামরুল আহসান মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ মহানগর জামায়াতের এসিসটেন্ট সেক্রেটারি আনোয়ার হোসেন সুজন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা বদরুল আলম, ফুলপুর উপজেলা জামায়াতের আমীর প্রফেসর গোলাম কিবরিয়া, সাবেক আমীর ও জামায়াতে ইসলামীর মনোনীত সম্ভাব্য এমপি প্রার্থী মাহবুব আলম মন্ডল, ফুলপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি জাকির হোসেন মাষ্টার, পৌরসভা জামায়াতের সেক্রেটারি সিরাজুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন, ছনধরা ইউনিয়ন জামায়াতের সভাপতি মোফাচ্ছেল মোকতাদির ও ভাইটকান্দি ইউনিয়ন জামাতের সেক্রেটারি তোফায়েল আলম। এসময় অনুষ্ঠানে জামায়াতের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
(এসআই/এসপি/জুন ১৩, ২০২৫)