জিজিএফআই’র নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে কথিত সাংবাদিক আটক

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় জিজিএফআই’র নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজির অভিযোগে কথিত সাংবাদিক অংকন তালুকদারকে (৩৫) আটক করেছে যৌথবাহিনী (সেনাবাহিনী ও পুলিশ)।
আজ শনিবার দুপুরে কোটালীপাড়া উপজেলার রামশীল ইউনিয়ন পরিষদ এলাকা থেকে তাকে আটক করে যৌথবাহিনীর সদস্যরা। তিনি কোটালীপাড়া উপজেলার রামশীল গ্রামের অশোক তালুকদারের ছেলে।
আটককৃত অংকন তালুকদারের বিরুদ্ধে ডিজিএফআই’র নাম ও পরিচয় ব্যবহার করে সাধারণ নাগরিকদের ভয়ভীতি প্রদর্শন ও টাকা আদায়ের অভিযোগে রয়েছে। বছর খানেক আগে তাকে চাঁদাবাজির অভিযোগে ডেইলী অবজারভার পত্রিকার কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি থেকে অব্যাহতি দেয় কর্তৃপক্ষ।
গোয়েন্দা সংস্থার সহায়তায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি নিজেকে কখনো ডিজিএফআই’র সদস্য, আবার কখনো তাদের ঘনিষ্ঠ পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছে চাঁদা দাবি করতেন।
গত ১৭ এপ্রিল তিনি এক ভাঙ্গারি ব্যবসায়ীর কাছে ডিজিএফআই ও এনএসআই’র নাম ভাঙ্গিয়ে চাঁদা দাবি করেন। এছাড়া রাধাগঞ্জ ইউপি চেয়ারম্যান ভীম চন্দ্র বাগচিকে ডিজিএফআই’র ভয় দেখিয়ে টাকা আদায় করেন। ঘটনার প্রাথমিক সত্যতা যাচাই শেষে যৌথবাহিনী আজ দুপুরে অভিযুক্ত ওই কথিত সাংবাদিককে আটক করে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কোটালীপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
কোটালীপাড়া থানার এস,আই মামুনুর রশীদ তাকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, যৌথবাহিনী আটক করে তাকে থানায় দিয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
(টিবি/এসপি/জুন ১৪, ২০২৫)