কাপাসিয়ায় বারিষাব ইউনিয়ন জামায়াতের সহযোগী সদস্য সম্মেলন অনুষ্ঠিত

সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে শনিবার বিকালে স্থানীয় গিয়াসপুর উচ্চবিদ্যালয় মাঠে সহযোগী সদস্য সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
বারিষাব ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর ড. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য মাওঃ সেফাউল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ফরহাদ হোসেন মোল্লা, নায়েবে আমীর মাওলানা মোঃ জাকারিয়া, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওঃ মোঃ তাফাজ্জল হোসেন, সহকারী সেক্রেটারি মোঃ ইমতিয়াজ হোসেন বকুল প্রমুখ।
(বিকেডি/এএস/জুন ১৫, ২০২৫)