রাশিয়ায় পঞ্চম প্রজন্মের পারমাণবিক জ্বালানীর পরীক্ষামূলক ব্যবহার শুরু

বিশেষ প্রতিনিধি : রাশিয়া তাদের অতিপরিচিত ভিভিইআর রিয়্যাক্টরের জন্য পঞ্চম প্রজন্মের ইউরেনিয়াম-প্লুটোনিয়াম পারমাণবিক জ্বালানী ‘টিভিএস-৫’ তৈরি করেছে। সম্প্রতি এই জ্বালানীর একটি ব্যাচ রাশিয়ার নভোভারোনেঝ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ৬ নম্বর ইউনিটের ভিভিইআর-১২০০ রিয়্যাক্টর কোর এ লোড করা হয়েছে। রিয়্যাক্টরটিতে বর্তমানে ব্যবহৃত সমৃদ্ধ ইউরেনিয়াম ডাই-অক্সাইডের পাশাপাশি নতুন এই জ্বালানীটির পরীক্ষামূলক ব্যবহার করা হচ্ছে। প্রতিটি আঠারো মাসব্যাপী তিনটি সাইকেল ধরে এই পরীক্ষা চলমান থাকবে। এটি দুই কম্পোনেন্ট বিশিষ্ট নিউকিলয়ার পাওয়ার ব্যবস্থা বাস্তবায়নে রাশিয়ার কৌশলগত পরিকল্পনার একটি অংশ বলে রসাটমের মিডিয়া উইং এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
রসাটমের জ্বালানী বিভাগের অধীনস্থ নভোসিবিরস্ক কেমিক্যাল কনসেন্ট্রেট প্ল্যান্টে নতুন এই জ্বালানীটি তৈরি করা হয়েছে। টিভিএস-৫ এর নকশা এমনভাবে করা হয়েছে যাতে স্বয়ংক্রিয়ভাবে এগুলো প্রস্তুত করা সম্ভব। ভিভিইআর রিয়্যাক্টরের জন্য শিল্প স্কেলে ইউরেনিয়াম-প্লুটোনিয়াম জ্বালানী তৈরির জন্য এটি আবশ্যক।
রসাটম জ্বালানী বিভাগের মূল প্রতিষ্ঠান টেভেলের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট আলেক্সান্ডার উগ্রীউমানভ বলেন, “দুই কম্পোনেন্ট বিশিষ্ট নিউক্লিয়ার পাওয়ার সিস্টেমে, কোজড পারমাণবিক জ্বালানীচক্র (পুনঃপ্রক্রিয়াজাতযোগ্য পারমাণবিক জ্বালানীচক্র) নিশ্চিত করতে পরমাণু সামগ্রীর পুনঃপ্রক্রিয়াজাতকরণের মাধ্যমে জ্বালানী উৎপাদন একটি অন্যতম কাজ। এই জ্বালানী প্রচলিত থার্মাল নিউট্রন ভিত্তিক রিয়্যাক্টরে ব্যবহারযোগ্য। এজাতীয় পারমাণবিক জ্বালানীর উৎপাদন প্রক্রিয়া স্বয়ংক্রিয় হওয়াটাও জরুরী যেমনটা ফাস্ট রিয়্যাক্টরের জন্য জ্বালানী উৎপাদনের ক্ষেত্রে দেখা যায়। নভোভারোনেঝ এনপিপি’র জন্য যে টিভিএস-৫ জ্বালানী উৎপাদন করার ক্ষেত্রে এটি অর্জিত হয়েছে”।
রাশিয়া আগামী দশকগুলোতে দুই কম্পোনেন্ট বিশিষ্ট পারমাণবিক শক্তি শিল্প বাস্তবায়নের কৌশলগত পরিকল্পনা হাতে নিয়েছে। এজাতীয় শিল্পে থার্মাল এবং ফাস্ট নিউট্রন ভিত্তিক রিয়্যাক্টর উভয়ই অন্তর্ভূক্ত থাকবে। এর মাধ্যমে কোজড পারমাণবিক জ্বালানী চক্র নিশ্চিত করা সম্ভব হবে। এই ব্যবস্থায় ব্যবহৃত জ্বালানী পুনঃপ্রক্রিয়াজাতকরণের মাধ্যমে ফাস্ট এবং একই সঙ্গে ভিভিইআর রিয়্যাক্টরের জন্য ইউরেনিয়াম-প্লুটোনিয়াম ভিত্তিক জ্বালানী তৈরি হবে। ফাস্ট রিয়্যাক্টরগুলো বর্তমানে দ্রুত গতিতে বিস্তার লাভ করছে। অতএব এই রিয়্যাক্টরগুলো এবং থার্মাল রিয়্যাক্টরগুলোর মধ্যে পারমাণবিক জ্বালানীর সরবরাহের ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে বলে আশা করছে রসাটম।
(এসকেকে/এসপি/জুন ১৫, ২০২৫)