শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরে সজীব হত্যাকারিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাকাবাসি।

আজ রবিবার দুপুরে রামসাগর খসরুর মোড় এলাকায় এ মানব্বন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে বিক্ষুদ্ধ এলাকাবাসী।

সদর উপজেলার তাজপুর হঠাৎ পাড়া এলাকার সাজুর ছেলে সজীব (১৫) কে সম্প্রতি হত্যা করে মাদক ব্যবসায়ী মহসিন ওরফে ফাকাসসহ তার দলবল।

এ ঘটনায় বিক্ষুদ্ধ এলাকাবাসী মহসিন সহ তার সাঙ্গপাঙ্গদের গ্রেফতার এবং ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে।

মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে নিহত সজীবের কাঁন্নায় ভেঙ্গে পড়েন। সন্তান হত্যার বিচার চান তিনি।
কর্মসূচিতে নারী, পুরুষ, আবাল-বৃদ্ধ- বনিতাসহ অসংখ্য মানুষ অংশ নেয়।

(এসএস/এসপি/জুন ১৫, ২০২৫)