রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুরে ফেসবুকে লেখার কারণে 'দৈনিক কৃষাণী কণ্ঠ' নামের একটি ফেসবুক একাউন্ট পরিচালনাকারি জনৈক জহির মোল্যা (৩৬)কে কতিপয় ব্যক্তি হত্যার হুমকি দিয়েছেন মর্মে দুই জনের নাম উল্লেখ করে ও ৩/৪ জনকে অজ্ঞাত আসামি করে ফরিদপুর কোতয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগি জহির।

শুক্রবার (১৩ জুন) রাতে থানায় হাজির হয়ে ওই অভিযোগটি দায়ের করেন জহির মোল্যা।

আজ রবিবার (১৫ জুন) জহির মোল্যার দেওয়া অভিযোগের সত্যতা নিশ্চিত করে অভিযোগটির তদন্তের দায়িত্বে থাকা কোতয়ালি থানা পুলিশের সহকারি উপপরিদর্শক (এএসআই) মো. আলী হোসেন উত্তরাধিকার ৭১ নিউজকে জানান, 'অভিযোগটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানাতে পারবো।'

ওই অভিযোগে জহির মোল্যা নিজেকে পেশাদার সাংবাদিক পরিচয় দিয়ে উল্লেখ করেন, 'সাংবাদিকতার জন্য আমাকে অনেক সত্য নিউজ করতে হয়। সম্প্রতি একটি নিউজ বিবাদীদ্বয়ের বিপক্ষে গেলে তারা ক্ষিপ্ত হয়ে আমাকে নানাভাবে হত্যার হুমকি দিচ্ছেন। ইমুতে নম্বর গোপন রেখে স্থানীয় কানাইপুরে সম্প্রতিকালে হত্যার শিকার ওবায়দুর মতো তার অবস্থাও হবে মর্মে হুমকি দেওয়া হয়েছে বলেও ওই অভিযোগে উল্লেখ করেন অভিযোগকারী জহির। এ বিষয়ে তার ফেসবুক আইডি 'দৈনিক কৃষাণী কন্ঠ' এর টাইম লাইনে তাকে ইমুতে ফোন কলের মাধ্যমে হত্যার হুমকি সম্পর্কিত একটি অডিও বার্তাও ছেড়েছেন তিনি।

জহির তার অভিযোগপত্রে আরো উল্লেখ করেন যে, কানাইপুরে মৃধা মার্কেটে অবস্থিত তার অফিসে এসেও হত্যার হুমকি সহ তার সাংবাদিকতা পেশাকে ছাড়তে এবং বিবাদীদের বিরুদ্ধে তাকে আর না লেখার জন্য হুমকির সুরে শাসিয়ে যান বিবাদীরা।

অভিযোগপত্রটির শেষ অংশে যেকোনো সময় বিবাদীদের ধারা আক্রান্ত হয়ে জখম বা হত্যার শিকার হতে পারেন, এমন আশংকা প্রকাশ করে তিনি ও তার পরিবাবারের সদস্যরা ভীত-সন্ত্রস্ত হয়ে আতংকিত রয়েছেন বলে অভিযোগে উল্লেখ করেন জহির।

জহির মোল্যা ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের বসু নরসিংহদিয়া গ্রামের আব্দুর লতিফ মোল্যার ছেলে বলে জানা গেছে।

(আরআর/এসপি/জুন ১৫, ২০২৫)