পাংশায় প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে ২ শিক্ষার্থীকে ধর্ষণ

বিশেষ প্রতিনিধি : রাজবাড়ীর পাংশায় প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে ৮ম শ্রেণির দুই শিক্ষার্থীকে ধারালো ছুরির ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে।
রবিবার (১৫ জুন) সকাল ১০ টার কিছু পরে উপজেলার সরিষা ইউনিয়নের নাওড়া বনগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের পাশের পানের বরজে এ ঘটনা ঘটে।এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আলাদা দুইটি মামলার প্রস্তুতি চলছে।
ভুক্তভোগী পরিবারের মাধ্যমে জানা যায়, ভুক্তভোগী দুই শিক্ষার্থী হাট বনগ্রাম আতাহারুন্নেছা উচ্চ বালিকা বিদ্যালয় থেকে প্রাইভেট শেষে বাড়ি ফিরছিলো।ঘটনা স্থলে পৌছালে উপজেলার কসবামাজাইল ইউনিয়নের কুঠিমালিয়াট গ্রামের উজ্জলের ছেলে শিহাব (২০) ও জেহের আলীর ছেলে হাসমত (২১) তাদের ধারালো ছুরির ভয় দেখিয়ে পানের বরজের ভেতর নিয়ে যায়। সেখানে অভিযুক্তরা ভুক্তভোগী দুই শিক্ষার্থীকে জোরপূর্বক ধর্ষণ করে।পরে তারা বাড়ি ফিরে পরিবার কে বিস্তারিত জানায়।
ভুক্তভোগী এক শিক্ষার্থীর পিতা ভ্যান চালক বলেন,আমার মেয়ের সাথে এমন অন্যায়ের বিচার চাইতে থানায় এসেছি। আমি ওদের বিরুদ্ধে মামলা করবো।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহম্মদ সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ভুক্তভোগী দুই শিক্ষার্থী পরিবারের সাথে থানায় এসেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
একটি বিশ্বস্ত সূত্র মতে, উপজেলার মাছপাড়া বাসস্ট্যান্ডে এলাকা থেকে অভিযুক্ত দুই যুবকের মধ্যে এক জনকে আটক করেছে পুলিশ। অপর যুবকে আটক করতে অভিযান চালাচ্ছে।
(একে/এএস/জুন ১৬, ২০২৫)