গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে অপহরণের পর মুক্তিপন দাবি করেন সেনা ও র‌্যাব কর্মকর্তা পরিচয়দানকারী দুইপ্রতাররক। পরে স্থানীয়রা তাদের আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনাটি ঘটেছে, গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া গ্রামে।

এ ঘটনায় অপহরণের শিকার সোনা মিয়া বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় দু’ অপহরণকারী গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর শরীফপাড়া গ্রামের তোফেল শরীফের ছেলে হাবিবুর রহমান (৪২) ও টুঙ্গিপাড়া উপজেলার জোয়ারিয়া গ্রামের সুভাষ ঢালীর ছেলে শ্রীবাস ঢালীকে (৩২) অসামি করে একটি মামলা দায়ের করেছেন।
গ্রেফতারকৃত দুই অপহরণকারীকে আদালতের মাধ্যমে আজ সোমবার (১৬ জুন) সকালে জেল হাজাতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন গোপালগঞ্জ সদর থানার ওসি মির মো. সাজেদুর রহমান।

মামলার বরাত দিয়ে ওই পুলিশ কর্মকর্তা বলেন, রোববার (১৫ জুন) হাবিবুর রহমান নিজেকে সেনা কর্মকর্তা ও শ্রীবাস ঢালী র‌্যাব কর্মকর্তা হিসেবে পরিচয় দেয়। পরে সদর উপজেলার সুকতাইল ইউনিয়নের চরতালা গ্রামের সোনা মিয়া (৪২)নামে এক ব্যক্তিকে একটি ইজিবাইকে করে চন্দ্রদিঘলীয়া গ্রামে নিয়ে আসেন ।পরে সোনা মিয়াকে দিয়ে তার পরিবারের সদস্যর কাছে ফোন দেওয়ান । ফোনে পরিবারের সদস্যদের কাছে মুক্তিপন দাবি করান । মুক্তিপন না দিলে তাকে গ্রেপ্তার করা হবে বলে হুমকি দেন। বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় গ্রামবাসী ইজিবাইকের কাছে আসেন। তারা দু’ প্রতারককে জিজ্ঞাসাবাদ করেন । তাদের কথাবার্তা গ্রামবাসীর কাছে অসংলগ্ন মনে হয়েছিল । তাই স্থানীয়রা তাদের আটক করেন । পরে গণধোলাই দিয়ে গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির পুলিশের কাছে সোপর্দ করেন।এ ঘটনায় অপহরণের শিকার সোনামিয়া বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন।

(টিবি/এএস/জুন ১৬, ২০২৫)