বোয়ালমারীতে বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্বে কমিটি ঘোষণা স্থগিত

কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী : নিজেদের মধ্যে সমঝোতা না হওয়ায় বোয়ালমারী উপজেলা ও পৌর বিএনপির নতুন কমিটি ঘোষণা করা সম্ভব হয়নি। স্থানীয় দুই গ্রুপের দ্বন্দ্বের কারণে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা সভাস্থল ত্যাগ করেন। নেতারা জানান, বিষয়টি জেলা বিএনপির ফোরামে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
সোমবার (১৬ জুন) সকাল থেকে দুপুর আড়াইটা পর্যন্ত বোয়ালমারী উপজেলা অডিটোরিয়ামে এই বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সম্মেলনের শুরু থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিএনপির নেতাকর্মীরা স্লোগান দিতে দিতে সভাস্থলে জড়ো হন। তবে অনুষ্ঠান চলাকালে দুই পক্ষের নেতাকর্মীরা পৃথকভাবে নিজেদের পছন্দের নেতাদের পক্ষে স্লোগান দিতে শুরু করেন।
একপক্ষের নেতৃত্বে ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলামের অনুসারীরা, অপরপক্ষের নেতৃত্বে ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শামসুদ্দীন মিয়া ঝুনু। তাদের সমর্থকদের মুখোমুখি অবস্থানে অডিটোরিয়ামের পরিবেশ উত্তপ্ত হয়ে পড়ে, যার ফলে জেলা বিএনপির নেতারা অসন্তোষ প্রকাশ করেন এবং কোনপক্ষকেই স্বীকৃতি না দিয়ে কমিটি ঘোষণা স্থগিত রাখেন।
উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের ২৭ মার্চ ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট সৈয়দ মোদাররেছ আলী ইছা এবং সদস্য সচিব এ.কে.এম কিবরিয়া স্বপনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বোয়ালমারী উপজেলা বিএনপির পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট সৈয়দ মোদাররেছ আলী ইছা।
বিশেষ অতিথির বক্তব্য দেন সদস্য সচিব এ.কে.এম কিবরিয়া স্বপন এবং যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কৃষকদলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সাবেক যুগ্ম সম্পাদক শামসুদ্দীন মিয়া ঝুনু, পৌর বিএনপির সাবেক সভাপতি শেখ আফসার উদ্দিন প্রমুখ।
দলীয় সূত্রে জানা গেছে, বিভক্তি নিরসনে আলোচনা চলমান রয়েছে এবং দ্রুত সময়ের মধ্যেই বোয়ালমারী উপজেলা ও পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হতে পারে।
(কেএফ/এসপি/জুন ১৬, ২০২৫)