ফরিদপুরে পৃথক অভিযানে গাঁজা-ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরের ভাঙ্গায় পৃথক দুটি অভিযানে গাজা ও ইয়াবা ট্যাবলেট সহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
গতকাল রবিবার আনুমানিক ২ টা ৪৫ মিনিটের দিকে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার ভাঙ্গা টোলপ্লাজার সামনে অস্থায়ী চেকপোস্ট চলাকালে দোলা পরিবহন নামক একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে মালামাল রাখার বক্সের ভেতরে নেভী ব্লু-রঙের একটি লাগেজ থেকে আনুমানিক ৩ লক্ষ ১২ হাজার টাকা মূল্যমানের ১০ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করে এবং ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলেন-ব্রাহ্মণবাড়িয়ারকসবা থানার মঈনপুর গ্রামের মানিক মিয়ার স্ত্রীরাবেয়া বেগম (৩৭) ও কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার দেউষ গ্রামেরমৃত মানিক মিয়ার স্ত্রীজাহেনারা বেগম (৬০)।
অপরদিকে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন নাজিরপুর এলাকায় অভিযান পরিচালনা করে আনুমানিক ৪ লক্ষ ১২ হাজার পাঁচশত টাকা মূল্যমানের ১৩৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন-নোয়াখালীরবেগমগঞ্জ থানারজয়কৃষ্ণপুর গ্রামেরমো: নুরুল আমিনের ছেলেমো: জামাল উদ্দিন (৪৩) ওফরিদপুরেরনগরকান্দা থানারডাঙ্গী বাঙ্গালকান্দি গ্রামেরমো: সামসেল শেখের ছেলেমো: সোহেল শেখ (৩২)।
গ্রেফতারকৃত আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
(ডিসি/এসপি/জুন ১৬, ২০২৫)